উজিরপুরে কৃষকের রহস্য জনক মৃত্যু!

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩

উজিরপুরে কৃষকের রহস্য জনক মৃত্যু!
নিউজটি শেয়ার করুন

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় এক কৃষকের রহস্য জনক মৃত্যু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

 

 

উপজেলার জল্লা ইউনিয়নের কুড়োলিয়া ২ নং ওয়ার্ডের মৃত রাজকুমার মন্ডলের ছেলে নিখিল মন্ডল(৪২)৯ জানুয়ারি সোমবার রাত অনুমান পৌনে ৯ টার দিকে ফুরাডিন নামক রাসায়নিক কীটনাশক পান করে বসত ঘরেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করেছে পুলিশ।

 

 

সুত্রে জানা যায় ঘটনার সময় পরিবারের কোন সদস্য বাড়িতে না থাকায় নিহত নিখিল মন্ডলের মুখমন্ডল ও মাথায় আঘাতের চিহ্ন থাকায় নানা প্রশ্ন জাগে জনমনে এবং মৃত্যু বিষয়টি রহস্য জনক সন্দেহ হয়।

 

 

স্থানীয়রা জানান ভিন্ন কথা, নিখিল মন্ডলের স্ত্রী নমিতা মন্ডল (৩৭) এর সাথে নিকট আত্মীয়’র পরকিয়া প্রেমের সম্পর্ক নিয়ে নিখিল ও তার স্ত্রী নমিতা মন্ডলের মধ্যে প্রায়ই বাকবিতন্ডা হতো।এমনকী স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিশ বৈঠক হয়েছিল।আরও জানান গত বছর বীজ খেতে ইদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে ছিল।ঐ বিদ্যুৎ পৃস্ট হয়ে পুড়ে আহত হয়েছিল এর পর থেকেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।

 

 

উজিরপুর থানার এস.আই শফিকুল ইসলাম ও সজিব মন্ডল ঘটনাস্থল থেকে ফুরাডিন নামক বিষাক্ত রাসায়নিক কীটনাশকের প্যাকেট জব্দ করেন এবং সন্দেহ হওয়ায় লাশ পোস্টমেডাম করার জন্য মর্গে পেরন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

এ ব্যপারে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ জাফর আহমেদ বলেন প্রাথমিক ভাবে জানা গেছে নিখিল ফুরাডিন নামের রাসায়নিক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ