বরিশাল

উজিরপুরে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

By admin

May 24, 2022

 

৩৪ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মো.সবুজ শেখ (২৭) গ্রেফতার করেছে উজিরপুরে বরিশাল জেলা ডিবি পুলিশ সদস্যরা।

 

২৩ মে সাড়ে ৭টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের টেম্পু স্ট্যান্ড মায়ের দোয়া মটরস এর সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সবুজ মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে বিভিন্ন এলাকার মাদক সেবীদের কাছে মাদক বিক্রি করে আসছিলেন। গ্রেফতার কৃত সবুজ শেখ পৌরসভার ৫নং ওয়ার্ডের মো. কামাল শেখ এর ছেলে।

 

জেলা ডিবি পুলিশের এস আই মো.আবু হোরায়রা জিহান তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ও আসামীকে উজিরপুর মডেল থানায় হস্থান্তর করেন।

 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান,উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করেন।