নিজস্ব প্রতিবেদক:: “সকলের তরে সকলে আমরা ” “প্রত্যেকে আমরা সমাজের তরে” এই স্লোগানকে সামনে রেখে ইস্পাত বন্ধন সংগঠন-ডাবেরকুল-উজিরপুর-বরিশালের উদ্যোগে উজিরপুর উপজেলার ডাবেরকুল টাওয়ার রোড আল-আরাফাহ ব্যাংকের নিচে একটি মানবতার দেয়াল তৈরি করা হয়েছে। মূলত, সুবিধাবঞ্চিত মানুষদের শীতের প্রকোপ থেকে বাঁচাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।
জানা যায়, দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানবতার দেয়াল থেকেই অনুপ্রাণিত হয়ে ইস্পাত বন্ধন সংগঠনের যুবকরা এ দেয়াল তৈরি করেন।
ইস্পাত বন্ধন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন জিসান জানান, ‘আমাদের চারপাশে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে যাদের কাপড়ের জন্য অনেক দুর্ভোগ পোহাতে হয় তাই এই কাজটি করা। এটা মূলত মানবতার দেয়ালের থেকেই অনুপ্রাণিত হয়েছি।
ডাবেরকুল বাজারে এমন উদ্যোগে এলাকাবাসীসহ সর্বস্তরে প্রশংসা কুড়িয়েছে ইস্পাত বন্ধন সংগঠন।