ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:: ‘হাসুক রোগী বাঁচুক প্রাণ আমরা করব স্বেচ্ছায় রক্তদান’ এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান ‘ইস্পাত বন্ধন সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত উজিরপুর উপজেলায় ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে চার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।
ইস্পাত বন্ধন সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত।
তারা বলছেন, শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার সাধারন মানুষকে সহযোগিতা করে আসছে।
অনুষ্ঠানের বক্তারা বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আজ তারা এই এলাকার তরুণদের সামনে এক বড় উদাহরণ সৃষ্টি করে গেল। এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরও সৃষ্টি হলে এলাকার মানুষ বেশি উপকৃত হবে। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতেও তরুণরা এমন মহৎ উদ্যোগে আরও বেশি বেশি গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক, পরিকল্পনা বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, ও প্রথম নারী সদস্য জুথী চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ব্লাড গ্রুপ নির্নয় করেন ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠিতা সোহাগ হোসেন, ইস্পাত বন্ধন সংগঠনের পক্ষ থেকে নারী সদস্য জুথী চৌধুরী।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘ইস্পাত বন্ধন সংগঠনটি এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।
ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক