উজিরপুরে ইলিশ রক্ষা অভিযানে দুই জনের কারাদন্ড

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

উজিরপুরে ইলিশ রক্ষা অভিযানে দুই জনের কারাদন্ড
নিউজটি শেয়ার করুন

 

বরিশালের উজিরপুরে মা ইলিশ রক্ষা অভিযানে দুই জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে একমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ১০ অক্টোবর রবিবার বেলা ১২টায় উজিরপুর খেয়াঘাটে এ কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

 

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিনের নেতৃত্বে সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনাকালে গুঠিয়ার নিত্যানন্দী গ্রামের ফরিদ হাওলাদার(২৭), পৌরসভার রাখালতলা গ্রামের সুমন বেপারী(২৫) ও বামরাইলের খোলনা গ্রামের রুবেলকে জালসহ হাতেনাতে আটক করেন।

 

এ সময় তাদের কাছ থেকে ৫শ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। রুবেল অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এছাড়া দিনভর জেলা মৎস্য দপ্তর ও উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পালের নেতৃত্বে দিনভর অভিযান পরিচালনা করা হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ