উজিরপুরে ইউপি নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

উজিরপুরে তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ সেখ ৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ কার্যক্রম শেষ করেন।

 

এ সময় চেয়ারম্যান পদে ১জন এবং সংরক্ষিত মহিলা পদে ৩ জন, সাধারণ(মেম্বার)পদে ৬ জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন তিনি। চেয়ারম্যান পদে বামরাইল ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আসলাম খান এর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

 

আগামী ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ তারিখ, ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যাচাই বাছাইকালে গুঠিয়া ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত আব্দুস সাত্তার মোল্লার মনোনয়ন পত্রের বৈধতা নিয়ে রিটার্নিং অফিসারের সাথে নেতাকর্মীদের সামান্য বাকবিতণ্ডা হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ