ইঁদুর মারতে ধানক্ষেতে বসানো বৈদ্যুতিক বিশেষ ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকেরই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশালের উজিরপুরে এই দুর্ঘটনা ঘটে।
মৃত আউয়াল হাওলাদার (৪০) উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামের আলী হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানা পুলিশের ওসি আলী আরশাদ জানান, নিজ ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন আউয়াল। কিন্তু অসাবধানতাবশত সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
আউয়ালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।