বরিশাল

উজিরপুরে আ‌‌‌‌‌‌‍‍.লীগের মেয়র পদে একক প্রার্থী গিয়াস

By admin

November 27, 2020

 

উজিরপুর : বরিশালের উজিরপুরে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একক প্রার্থী হিসেবে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ গিয়াস উদ্দিন বেপারী।

 

২৭ নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় কেন্দ্রীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ডের নিকটে জেলা আওয়ামীলীগ স্বাক্ষরিত একক প্রার্থী হিসেবে মোঃ গিয়াস উদ্দিন বেপারী তার দলীয় মনোনয়ন পত্র গ্রহন করে তা জমা প্রদান করেছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনসহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানা যায়, আজ শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন পত্র হাতে পাওয়ার কথা রয়েছে।

 

মোঃ গিয়াস উদ্দিন বেপারী উজিরপুর পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেন। একটি অবহেলিত পৌরসভাকে নতুনভাবে সাজিয়ে একটি পূর্ণাঙ্গ পৌরসভার রূপ দান করেন।

 

তিনি ছাত্রজীবন থেকে সক্রিয় ছাত্রলীগের কর্মী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগের পাশাপাশি উপজেলা যুবলীগের সভাপতি এবং বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

পৌরসভায় দ্বিতীয় বারের মত আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ায় সকল শ্রেণিপেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তার মনোনয়নের কথা শুনে বিভিন্ন স্থানে আনন্দে মিষ্টি বিতরণ করা হয়েছে।