বরিশাল

উজিরপুরে আগুনে পুরে দুই ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

By admin

February 05, 2023

 

নাজমুল হক মুন্না, উজিরপুর:: বরিশাল জেলার উজিরপুরে আগুনে পুরে দুই ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।

 

 

স্থানীয় সুত্রে জানা যায় ৪ ফেব্রুয়ারী শনিবার রাত ১ টায় উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে, নিহার সমাদ্দারের হোটেল ও সজিব বিশ্বাসের ইলেকট্রনিকসের দোকানে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায় এবং কয়েক লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

 

 

স্থানীয়রা জানান নিহার সমাদ্দারের হোটেলের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। এদিকে ব্যবসায়ী ও স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসে খবর দেয় এবং তারা আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চালায়। ফায়ার সার্ভিসের টীম ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই দুটি দোকানই সম্পূর্ন পুড়ে যায়।

 

 

ভুক্তভোগীরা জানান তাদের দোকান পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করা হয়।