বরিশাল

উজিরপুরে আওয়ামীলীগ নেত্রীর মৃত্যু, বিভিন্ন মহলে শোক

By admin

February 19, 2022

 

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল হোসেন সবুজের মাতা বেতেরুন নেছা(৮০) গতকাল ভোররাত সোয়া ৪টার সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

 

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একই দিনে মহিলা আওয়ামীলীগের সাবেক নেত্রী মাসুদা বেগম(৬৫) একই দিন ভোর সাড়ে ৫টায় মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহে…….রাজেউন)।

 

মৃত্যুকালে ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। যোহরের জানাজার নামাজ শেষে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাদের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক ছুটে এসে জানাজার নামাজে অংশগ্রহন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।