ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩
নাজমুল হক মুন্না, উজিরপুর :: ঢাকা- বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইসলাদী বাসস্টান্ডে ঢাকা থেকে বরিশাল গামী সাকুরা পরিবহনের ধাক্কায় কাচা মাল ব্যবসায়ী নিহত। বিচারের দাবিতে সড়কে গাছ ফেলে দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্হানীয়রা । এসময় দুই পাশে কয়েক শত জানবাহন আটকা পড়ে ।
প্রশাসন ও পৌর মেয়রের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় । ৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় এঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী কাইউম আকন,আবু তালেব ফকির জানান সকাল সাড়ে ৮ টার সময় মাদার্সী গ্রামের মৃত জবেদ আলী খানের পুত্র ইসলাদী বাসস্টান্ডে কাচামাল ব্যবসায়ী মো: দুলাল হোসেন খান রাস্তার বাম পাশ দিয়া হেটে জাচ্ছিলেন পিছন দিক দিয়ে ঢাকা থেকে সেড়ে আসা বরিশাল গামী সাকুরা পরিবহণটি অন্য একটি গাড়িকে ওভার টেক করতে গিয়ে রংসাইডে এসে থাক্কা দেয় এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনা স্হানে মারা যায় । নিহত ইসলাদী বাসস্টান্ডের কাচা মাল ব্যবসায়ী ।
সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো ৮৫৬৪) দ্রুত ঘটনা স্হান থেকে পালিয়ে যায়। সংবাদ পেয়ে উজিরপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, মরা দেহ উদ্ধার করেন। স্থানীয় লোকজন বিচারের দাবিতে তাৎক্ষণিকভাবে রাস্তা বন্ধ করে দেয়। সড়কে দুর্ঘটনার খবর শুনে উজিরপুর ফায়য়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, পৌর মেয়র,ভূমি কর্মকর্তা উপস্থিত হন ।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারী , উপজেলা ভূমি কর্মকর্তা সেখ আলাউল ইসলাম, উজিরপুর মডেল থানার তদন্ত ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ , শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: নজরুল মাঝি,সাবেক চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন ,পৌর কমিশনার মো: রিপন মোল্লা, শিকারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আশ্রাফ রারির হস্তক্ষেপে স্হানীয় দের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ তমাল সরকার জানান লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, মামলা করলে উজিরপুর থানায় করতে পারবে নিহতের পরিবার । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান বিষয়টি হাইওয়ের,যদি আমাদের কাছে অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্হা নেয়া হবে ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক