ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২
বরিশালের উজিরপুর থানা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মাহবুব রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এতে জানানো হয়, বরিশাল দক্ষিণ জেলার অন্তর্গত উজিরপুর থানা জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব রহমান সোহেলের বিরুদ্ধে দলীয় শৃংখলা বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে দলীয় পদবী হতে বহিষ্কার করা হলো।
এতে আরও জানানো হয়, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক