ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ হাজার ইয়াবাসহ কৃষি কর্মকর্তা, তার স্বামী ও গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউপির দক্ষিণ পাড়া মার্কাজ মসজিদ সংলগ্ন (থাড়িবাড়ি) এলাকায় প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলা উপকৃষি কর্মকর্তা আকলিমা আক্তার, তার স্বামী দক্ষিণপাড়া এলাকার মৃত মফিজউদ্দিন মিয়ার ছেলে মোতাহার হোসেন সেলিম ও প্রাইভেটকার চালক একই এলাকার মৃত হযরত আলীর ছেলে আজিজুল হক।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। তিনি বলেন, আড়াইহাজার উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসার আকলিমা আক্তার ও তার স্বামী ইয়াবার ব্যবসায় জড়িত এমন তথ্যের ভিত্তিতে তাদের ওপর পুলিশের গোয়েন্দা নজরদারি শুরু করা হয়।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, আমাদের কাছে সংবাদ ছিল একটি প্রাইভেটকারে ঢাকা থেকে আড়াইহাজারে ৫ হাজার ইয়াবা নিয়ে আসা হচ্ছে। ঐ খবরের ভিত্তিতে দক্ষিণপাড়া এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়। কৃষি কর্মকর্তা ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার তাদের কোর্টে পাঠানো হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক