বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: নেত্রকোনার কলমাকান্দায়ে একটি ইসলামী সভায় গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক মাদরাসাছাত্রী। এ ঘটনায় শাহ আলম মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতার শাহ আলম উপজেলার খারনৈ ইউপির খারনৈ গ্রামের মৃত মো. সাহেদ আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর রাতে বান্ধবীদের নিয়ে উপজেলার খারনৈ গ্রামে ইসলামী সভা শুনতে যান ওই ছাত্রী। পরে রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে গেলে পাশে খালার বাড়িতে খাবার খেতে যান তারা। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই এলাকার লিমন মিয়া ওরফে বাব্বা ও রুবেল মিয়া তাকে মুখ চেপে ধরে পাশের খেতে নিয়ে ধর্ষণ করেন।
এ সময় পাশ দিয়ে যাওয়া শাহ আলম মিয়ার কাছে বাঁচার আকুতি জানালে তিনি আবারো ওই ছাত্রীকে ধর্ষণ করে সেখানে ফেলে চলে যান। এ ঘটনায় ঘণ্টাখানেক পর খোঁজাখুঁজি করে ওই ছাত্রীকে একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয়। লজ্জার ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানাননি তারা। পরে মঙ্গলবার রাতে কলমাকান্দা থানায় একটি ধর্ষণ মামলা করেন ওই ছাত্রীর বড় বোন। মামলার আসামিরা হলেন- লিমন মিয়া ওরফে বাব্বা, রুবেল মিয়া ও শাহ আলম মিয়া।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) জানান, শাহ আলমকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। বাকি আসামিদের ধরতে কাজ করছে পুলিশ।