আন্তর্জাতিক

ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া করোনায় আক্রান্ত

By admin

October 20, 2020

 

প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া নিশতার। তিনি নিজেই এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সানিয়া নিশতার জানান, সোমবার তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে সেলফ আইসোলেশনে আছেন তিনি। বর্তমানে তার শরীরে মৃদু উপসর্গ রয়েছে।

 

নিশতার টুইটারে লিখেছেন- “আমি কোভিড-১৯ এ পজিটিভ হয়েছি এবং আইসোলেশনে আছি। আমার হালকা কিছু উপসর্গ আছে। করোনায় আক্রান্ত হলেও আমি বাসায় থেকে কাজ চালিয়ে যাব।

 

সূত্র: দুনিয়া নিউজ, দ্য নিউজ পিকে