পিরোজপুর

ইন্দুরকানীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

By admin

May 17, 2023

 

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

 

বুধবার উপজেলার ঘোষেরহাট, বালিপাড়া ও ইন্দুরকানী বাজারের এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

এসময় বিভিন্ন অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা সহকারী পরিচালক দেবাশীষ রায়।