ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২১
পিরোজপুরে ইন্দুরকানীতে ভাগ্নি হত্যায় অভিযুক্ত দুই মামাকে দুই দিনের পুলিশ হেফাজতে আনা হয়েছে। আদালতের নির্দেশে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম মাদ্রাসা ছাত্রী লাবনী হত্যার সন্ধিগ্ধ আসামী মামা হাবিবুল্লাহ জসিম ও বশির উদ্দিন শিকদার কে পিরোজপুর কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য ইন্দুরকানী থানায় নিয়ে আসেন।
গত রোববার হত্যার রহস্য উদঘাটনের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী হাবীবুল্লাহ জসিম ও বশির উদ্দিন কে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সাত দিনের সময়ের আবেদন করেন। আদালত শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লাবনী হত্যার এক মাস পর পুলিশ গত বৃহস্পতিবার ও শুক্রবার তার চাচাতো দুই মামা হাফেজ বশির উদ্দিন (৩০) ও মোঃ হাবিবুল্লাহ জসিম (২৫) কে পৃথক এলাকা থেকে গ্রেফতার করে।
গত ৩১ অক্টোবর নিহত মাদ্রাসা ছাত্রী লাবনী(৬) পাশ্ববর্তী কালাইয়া গ্রামের চাচাতো নানা নুরুল ইসলাম সিকদারের বাড়ীতে খেলতে গেলে সেখান থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচদিন পর ৫ নভেম্বর নুরুল ইসলাম সিকদারের বাড়ীর বাগান থেকে হাতের কবজি ও পায়ের গোড়ালী বিচ্ছিন্ন অবস্থায় তার লাশ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় গত ৬ নভেম্বর লাভনী আকতারের মা ছনিয়া আকতার বাদী হয়ে অজ্ঞাত কয়েকজন আসামী করে ইন্দুরকানী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান, লাভনী হত্যার রহস্য উদঘাটনের জন্য অভিযুক্ত আসামী হাবীবুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের সময়ের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক