আন্তর্জাতিক

ইতালিতে দীর্ঘ ৬ মাস পর খুলছে স্কুল

By admin

September 12, 2020

 

ইতালির স্কুলগুলো খুলছে সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে। এর আগে দেশটির ৫ লাখ শিক্ষক-কর্মচারীর উপর চালানো করোনা টেস্টে ১৩ হাজারের বেশি মানুষের দেহে কোভিড পজেটিভ পাওয়া গেছে। ইতালিতে প্রায় ১ কোটির মতো শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ২৫ হাজার বাংলাদেশি।

 

টানা ৬ মাস বন্ধ থাকার পর আগামী সোমবার থেকে স্কুল খোলার প্রস্তুতি চলছে। দীর্ঘ দিন পর স্কুল খোলার খবরে খুশি স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিরা।

 

তবে স্কুল খোলার পর, করোনা সংক্রমণ আবারো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে দেশটির ১৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর দেহে কোভিড পজেটিভ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের করোনায় আক্রান্তের খবরে আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান তাদের।

 

একজন বলছেন, ‘এখানের সবাইকে সতর্ক করছি, সবাই যেন মাস্ক ব্যবহার করে। আর সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, তা-ও তাদের বলছি। কারণ আমরা দেখেছি, করোনা কত ভয়ালভাবে আমাদের আক্রামণ করেছিল।’

 

তবে ইতালি সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের যথাযথ পদক্ষেপের মাধ্যমে, সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম চলবে বলে আশা প্রবাসীসহ স্থানীয়দের। ইতালিতে প্রায় ১ কোটির মতো শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ২৫ হাজার বাংলাদেশি।