ইউএসএ-টেক্সাস শাখা বিএনপির কমিটি অনুমোদন

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২

ইউএসএ-টেক্সাস শাখা বিএনপির কমিটি অনুমোদন
নিউজটি শেয়ার করুন

 

জিহাদুল ইসলাম, নড়াইল:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউএসএ-টেক্সাস শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে বাংলাদেশের ভোলার জেলার সন্তান এম সাইয়েদুল হক সাঈদ সভাপতি ও নড়াইল জেলার কালিয়া উপজেলার পিরোলী গ্রামের সন্তান শেখ জহিরুল ইসলাম জহির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এদিকে ইউএসএ-টেক্সাস শাখা বিএনপির অনুমোদনকৃত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল জেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই ৫ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি যশোরের শিরিন সিদ্দিক তরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পাবনার মোহাম্মদ এ বারী ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন বরিশাল জেলার মো.আশরাফুল ইসলাম তুষার রেজা।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম ১৬ নভেম্বর দুপুরে সাংবাদিকদের জানান, ২৮অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আংশিক কমিটির অনুমোদন দেন। এর আগে ২৩অক্টোবর টেক্সাস শাখা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোটে জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

 

উল্লেখ্য যে, কালিয়া উপজেলার পিরোলী গ্রামের সন্তান আমেরিকা প্রবাসী শেখ জহিরুল ইসলামের বড় ভাই শেখ নজরুল ইসলাম খুলনা সিটি কর্পোারেশন কাঁচাবাজার সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে জন্মস্থান পিরোলী এলাকায় মানবিক কার্যক্রম চালিয়ে আসছেন।

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ