সারাবাংলা

ইউএনও ওয়াহিদা হাসপাতাল ছাড়ছেন আজ

By admin

October 01, 2020

 

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা সুস্থ হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল থেকে তাকে আজ ছাড়পত্র দেয়া হবে।

 

বিষয়টি জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালেই ওয়াহিদা খানমকে ছাড়পত্র দেয়া হবে।

 

ডা. জাহিদ ওয়াহিদার স্বাস্থ্যের বিষয়ে বলেন, ওয়াহিদা খানম এখন নিজে হাঁটাচলা, খাওয়া ও পড়ালেখা করতে পারেন। তিনি প্রায় স্বাভাবিক জীবনে ফিরেছেন। তবে তার কিছু থেরাপির দরকার আছে। সেজন্য আমরা চাই, তিনি সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড) আরও কিছুদিন চিকিৎসা নিন। আগামীকাল আমরা তাকে পরবর্তী সময়ে সিআরপিতে থেরাপির জন্য পরামর্শ দেব।

 

২ সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা ইউএনওর সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে (৭০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

 

ওয়াহিদা খানম ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার স্বামী মেসবাউল হোসেনও একই ব্যাচে একই ক্যাডারের কর্মকর্তা।