বরিশাল

আ.লীগ নেতাকে মারধর, চাখারে দুই ছাত্রলীগ নেতাকে ব‌হিষ্কারের সুপা‌রিশ

By admin

July 22, 2021

 

নিজস্ব প্রতিবেদকঃ বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রলী‌গের সহ-সভাপতি তানভীর আহম্মেদ রনি ও যুগ্ম-সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম না‌মে দুুই ছাত্রলীগ নেতা‌কে ব‌হিষ্কারের সুপা‌রিশ করা হ‌য়ে‌ছে।

 

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকালে দলীয় শৃঙ্খলা ভ‌ঙ্গের দা‌য়ে ইউনিয়ন ছাত্রলীগের এক জরুলি সভায় বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ বরাবর চাখার ইউনিয়ন ছাত্রলী‌গের সভাপ‌তি মাসুম বিল্লাহ্ ও সাধারন-সম্পাদক তৌসিফ আহস্মেদ স্বাক্ষ‌রিত এক চি‌ঠি‌তে তা‌দেরকে ব‌হিষ্কারের সুপা‌রিশ ক‌রা হয়।

 

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন-সম্পাদক ফোরকান আলী হাওলাদার ও সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন।

 

এ বিষয়ে জানতে চাইলে, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন-সম্পাদক ফোরকান হাওলাদার বলেন, আমরা বহিস্কারের সুপারিশ পত্র পেয়েছি দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

 

তানভীর আহম্মেদ রনি ও রিয়াজুল ইসলাম চাখারের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জাসদ নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামী সৈয়দ মজিবুল ইসলাম টুকুর অনুসারী বলে জানা গেছে।

 

প্রসঙ্গত, চাখার ইউপি নির্বাচনের সময় নৌকার প্রার্থী সৈয়দ মজিবুল ইসলাম টুকু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদারের কাছ থেকে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের চাবি নেন। ১৯ জুলাই সোমবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে বসে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার ও সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন টুকুর কাছে চাবি চান। টুকু জনৈক আলমগীরের কাছ থেকে তাদের চাবি নিতে বললে মিলন দলীয় কার্যালয়ের চাবি কেন বিএনপি কর্মী আলমগীরের কাছে রাখা হয়েছে তা টুকুর কাছে জানতে চান। এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে টুকুর সমর্থক কালাম, তার ছেলে রনি, রিয়াজসহ কয়েকজন মিলনকে মারধর করে।