ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ২০২১ সালের কোপা আমেরিকাতে আলবিসেলেস্তেদের পথ-প্রদীপ হয়ে আবিভার্ব ঘটে এমিলিয়ানো মার্টিনেজের। ‘একটাও আন্তর্জাতিক ট্রফি নেই’ মেসির সেই আক্ষেপ মিটিয়েছেন তিনি। এবার বিশ্বকাপের মঞ্চে নিজ দেশের ৩৬ বছরের আক্ষেপ মোচন করেছেন এমি। কাতারের লুসাইলে আজ আর্জেন্টাইনদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন ৩০ বছর বয়সী এই গোলরক্ষক। ট্রাইবেকারে ফরাসিদের রুখে দিয়ে নিজের দেশের জন্য তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের পাশাপাশি গোল্ডেন গ্লাভসও জিতেছেন মার্টিনেজ।
আর্জেন্টিনার এই বাজপাখি পুরো বিশ্বকাপে ৭ ম্যাচে ক্লিনশিট রেখেছেন ৩ ম্যাচে। তবে ম্যাচ বাঁচানো কিছু অসাধারণ সেভ করে দলকে জিতিয়েছেন বিশ্বকাপ। এছাড়াও পুরো টুর্নামেন্টে ছিলেন অনবদ্য। ফাইনালেও করেছেন বেশ কিছু সেভ। আর টাইব্রেকারে কোম্যানের নেওয়া শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেন আর্জেন্টিনার এই বাজপাখি। আর তাই নির্বাচিত হন বিশ্বকাপের সেরা গোলরক্ষক।
অপরদিকে বছর কয়েক আগেও ক্লাব ফুটবলে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া মার্টিনেজ জিতেছেন কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার। অবশ্য শিরোপা জেতার পথে আর্জেন্টিনা দলে মেসির থেকে এমির অবদান কোনো অংশেই কম ছিলো না।
এছাড়া কিছুদিন আগেও তার ডাকনাম ‘বাজপাখি’ নিয়ে বিদ্রূপ করতে ছাড়েননি প্রতিপক্ষ দলের সমর্থকেরা। কাতার বিশ্বকাপেই তার প্রমাণ করে দিলেন, কেন তাকে ‘বাজপাখি’ নামে ডাকা হয়।
লুসাইলে ফাইনালে আজ যা করলেন, তাতে আর্জেন্টিনার মানুষ চিরঋণী হয়ে থাকবে মার্টিনেজের কাছে। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ৩-৩ সমতা থাকতে এক বনাম এক অবস্থায় ফ্রান্সের কোলো মুয়ানির শট যেভাবে ঠেকালেন, আর্জেন্টিনা সমর্থকদের গলার কাছে আসা হৃদপিন্ড আবার জায়গায় ফিরে পায়।
টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পের শট ঠেকাতে না পারলেও হাত ছুঁইয়েছিলেন মার্তিনেস। পরের শটেই ঠেকিয়ে দেন কোম্যানের শট। আর তাতেই চাপ কমে যায় আর্জেন্টিনার টাইব্রেকার শ্যুটারদের উপর থেকে। শেষে নিজের শটে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন মন্তিয়েল।
এক বিবৃতিতে এমি বলেছিলেন, প্রয়োজনে মেসির জন্য জীবন দেবেন তিনি, তা তাকে দিতে হয়নি। তবে যা তিনি দিয়েছেন, তাতেই ইতিহাস মনে রাখবে তাকে চিরকাল।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক