আর্জেন্টিনার ফুটবল ভক্তদের জন্য আরও এক দুঃসংবাদ। দীর্ঘদিন পর দেশটিতে বিশ্বকাপের একেবারে কাছে নিয়ে যাওয়া কোচ আলেসান্দ্রো সাবেলা মারা গেছেন।
ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন। মূলত ফুটবল ঈশ্বরের মৃত্যুর খবর শোনেই তিনি মূমুর্ষ হয়ে পড়েছিলেন। সাথে সাথেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই আলেসান্দ্রো সাবেলা ২০১৪ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপের স্বপ্ন দেখিয়েছিলেন। তার নেতৃত্বে ফাইনালেও ওঠেছিল মেসিরা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে শেষমুহূর্তে হেরে হৃদয়ভাঙে সবার। আর সেই কষ্ট বুকে চেপে কোচিং থেকে বিদায় নিয়ে নেন সাবেলাও।
৬৬ বছর বয়সী এই কোচ আগে থেকেই হৃদরোগের জটিলতায় ভুগছিলেন। ম্যারাডোনার মৃত্যুর পর ব্যক্তিগত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান সাবেলা। দীর্ঘদিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে শেষপর্যন্ত হার মানতে হলো এই কোচকে।