আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌরশহরের চৌরাস্তা মোর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান পুরে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি ক্ষতি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে জাকারিয়ার মুদি ও চায়ের দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা আশ পাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে।
একে একে জহিরুল গাজী, জাফরের চায়ের দোকান, বাবুল চায়ের দোকান, জাফরের চায়ের দোকান, শহিদুলের বিরাণীর দোকান, জাকারিয়ার ফলের দোকান, আ. মান্নান মুন্সীর টিনের গুদাম, পরিতোষের সেলুন এবং যান্ত্রিক যান থ্রিহুইলার মাহেন্দ্রা শ্রমিক ইউনিয়নের কার্যালয়সহ ৮টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকান্ডে খবর পেয়ে আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে স্থাণীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান অগ্নিকান্ডে তাদের প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে।
আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থালে পৌছে স্থাণীয়দের সহায়তায় আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
অীগ্নকান্ডের খভর পেয়ে আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো মতিয়ার রহমান রাতেই পুড়ে যাওয়া দোকান ঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকারী সহায়তার আশ্বাস প্রদান করেন।