ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১
আমতলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছে। নিহতরা হলেন- আয়শা বেগম ও তার শিশু ছেলে আয়ান। এ সময় ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে ইপজেলার আমড়াগাছিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- এমরান ও তার মেয়ে খাদিজা, জুলেখা, শাহিন, বায়েজিদ, এমরান, হাফিজ, লিটন, মরিয়ম, শাহিনসহ ৩০ যাত্রী আহত হয়েছে।
আমতলী থানা ও হাসপাতাল সুত্রে জানা যায়, গোল্ডেন লাইন পরিবহন কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে দিনাজপুর যাওয়ার পথে আমড়াগাছিয়া নামক স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা চট্রগ্রাম থেকে কুয়াকাটাগামী সেন্টমার্টিন সেবা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে সেন্টমার্টিন সেবা পরিবহনের যাত্রী উপজেলা খাকদন গ্রামের এমরান মিয়ার স্ত্রী আয়শা বেগম ও তার ৪ মাসের শিশু ছেলে আয়ান ঘটনাস্থলে মারা যায়। এ সময় আহত হয় আরো ৩০ জন। আহতদের মধ্যে ৭ থেকে ৮ যাত্রীর অবস্থা গুরুতর।আহতদের আমতলী ও পটুয়াখালী, বরিশাল হাসাপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার মুঠোফোনে জানান, গাড়ী দুটো আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আমতলী থানায় আনা হয়েছে। এছাড়া, আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক