বরগুনা

আমতলীতে সরকারি গাছ কেটে নিলেন বিএনপি নেতা!

By admin

May 08, 2021

 

বরগুনার আমতলীর পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন পৌরসভার ১ নং ওয়ার্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অর্ধশতাধিক খেজুর, জিলাপী, বাবলাগা কেটে ফেলেছেন বিএনপি কর্মী মোঃ কালাম হাওলাদার। পৌরসভার বৈঠাকাটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এ গাছগুলো কালাম হাওলাদার ৭/৮ জন লোকনিয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাটেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কালাম ও তার লোকজন পালিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আমতলী থানা ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়।

 

জানাগেছে, বরগুনা পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলীর আমতলী অফিস সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বাবলা, জিলাপি ও খেজুরসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। গাছগুলো চাওড়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ কালাম হাওলাদার ও তার ছেলেসহ ৭/৮ জন লোক নিয়ে শনিবার কেটে ফেলেন।

 

গাছ কাটার সংবাদ পেয়ে বিকেলে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ দেখতে পেয়ে কালাম হাওলাদার তার লোকজন নিয়ে পালিয়ে যান।

 

মোঃ কালাম হাওলাদার মুঠোফোনে গাছ কাটার কথা স্বীকার করে বলেন, আমার বাবার জমির সীমানার গাছ কেটেছি।

 

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার পর কালাম ও তার লোকজন পালিয়ে গেছেন।

 

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার আলম মুঠোফোনে বলেন, যারা গাছ কেটেছেন তাদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।