আমতলীতে মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধর

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২১

আমতলীতে মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধর
নিউজটি শেয়ার করুন

 

আমতলী উপজেলা টিয়াখালী গ্রামে রবিবার রাতে মাদক সেবনের টাকা না দেওয়ায় বাবাকে মারধর করেছে ছেলে। আহত বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাবা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

আমতলী থানা সূত্রে জানা যায় , উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের হাফেজ ফকিরের ছেলে সবুজ ফকির গত ৫/৬ বছর ধরে মাদক সেবন করে আসছে। রবিবার রাতে ছেলে সবুজ ফকির বাবার কাছে মাদক সেবনের জন্য দুই হাজার টাকা চায়। বাবা এ টাকা দিতে অস্বীকার করেন।

টাকা না দেওয়ায় বাবা হাফেজ ফকিরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুখমন্ডল ও পা থেতলে দিয়েছেন। আহত বাবা হাফেজ ফকিরকে স্থানীয়রা উদ্ধার করে রবিবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

 

এ ঘটনার বিচার চেয়ে বাবা হাফেজ ফকির আমতলী থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর সোমবার সকালে পুলিশ ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ