ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রুহুল আমিন খান (৪২) নামে কৃষকের মৃত্যু হয়েছে। রুহুল আমিন খান(৪২) উপজেলার কুকুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হরিমৃতুঞ্জয় গ্রামের মোসলেম খানের ছেলে। আজ ২৩ মার্চ সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সকালে রুহুল আমিন পানের বরজে কাজ করতে গেলে অসতর্কতা বসত হঠাৎ তিনি পানের বড়ে পানি দেয়ার জন্য নেয়া মটারের তারের উপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পথচারীরা রুহুল আমিনকে পানের বরজে পড়ে থাকতে দেখে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমতলী থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্বার করে আমতলী থানায় নিয়ে আসেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, পরিবারের আবেদনের কারনে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক