বরগুনা

বরগুনা

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু

By admin

August 04, 2021

 

বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরজামান নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার পূর্ব কুকুয়া গ্রামে।

 

জানা গেছে, উপজেলার পূর্ব কুকুয়া গ্রামের সিরাজুল হকের ছেলে অটোরিকশাচালক নুরজামান মঙ্গলবার রাতে নিজের ঘরে অটোরিকশার ব্যাটারি চার্জে লাগিয়ে দেন। বুধবার সকালে তিনি ওই গাড়ির ব্যাটারির চার্জার খুলতে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে তার স্ত্রী তাসলিমা বেগম বিদ্যুতের মূল সুইচ বন্ধ করে দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক হিমাদ্রী রায় তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত অটোরিকশাচালকের স্ত্রী তাসলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, গাড়ির ব্যাটারির চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আমার স্বামী মারা গেছেন।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হিমাদ্রী রায় বলেন, নুরজামানকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।

 

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, পবিরারের দাবির প্রেক্ষিতে নরজামানের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।