বরগুনা

আমতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

By admin

February 05, 2022

 

বরগুনা সদর উপজেলার ড্যামা গ্রামে শনিবার দুপুরে পানিতে ডুবে আবদুল্লাহ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

আবদুল্লাহ ড্যামা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

 

শনিবার দুপুরে আবদুল্লা জ্বর নিয়ে পুকুর পারে খেলতে গিয়ে অবসাধনতা বশত পানিতে পরে ডুবে যায়। অনেক খোজা খুজির পর পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।

 

হাসপাতালে নিয়ে আসার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন খন্দকার তাকে মৃত্যু ঘোষনা করেন।