আমতলীতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

আমতলীতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
নিউজটি শেয়ার করুন

 

আমতলী : বরগুনার আমতলীতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলায় পণ্যের মোড়কে সঠিকভাবে দাম উল্লেখ না করা ও পণ্য ক্রয়ে ক্রেতাদের কাছ থেকে অস্বাভাবিক হারে দাম রাখার অপরাধে মোল্লা সুপার শপের মালিক মো. আনিসুর রহমানকে ৬০ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে সরকারী একে হাই স্কুল সংলগ্ন মাছ বাজারের ব্রয়লার মুরগীর দোকানের মালিক মো. ফোরকান মিয়াকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ অভিযান পরিচালনা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালীর পরিচালক মোহাম্মদ সেলিম। এ সময় র‌্যাব-৮ (পটুয়াখালী ক্যাম্প) কর্মকর্তা, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সাবেরা পারভীন ও পৌর স্যানেটারী ইন্সপেক্টর কবির হোসেন উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ