বরগুনা

বরগুনা

আমতলীতে ট্রলি থেকে পরে স্কুল ছাত্রের মৃত্যু

By admin

March 09, 2022

 

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে ইট ভাটার মাটি টানার ট্রলি থেকে ছিটকে পরে বুধবার সকালে হাসিব (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

 

নিহত হাসিব সেকান্দারখালী গ্রামের আশরাফ আলীর ছেলে।

 

জানা গেছে, বুধবার দুপুরে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চারঘাট থেকে মাটি টানার একটি ট্রলি বান্দ্রার দিকে যাচ্ছিল। এসয় ওই ট্রলিতে থাকা সেকান্দার খালী গ্রামের আশরাফ আলীর স্কুল পড়ুয়া ছেলে হাসিব ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে কলাপাড়া হাসাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

 

হাসিব খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র। সে ওই মাটি টানার ট্রলিতে খন্ডকালীন শ্রমিকের কাজ করত।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান রহমান বলেন, ট্রলিটি আটক করা হয়েছে। অভিযোগ সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।