বরগুনা

আমতলীতে জাল নোটসহ যুবক আটক

By admin

January 03, 2021

 

বরগুনা : বরগুনার আমতলীতে শনিবার গভীর রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. আব্দুল মান্নান ওরফে রনি(৩৫) কে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করেছে পুলিশ ।

 

আমতলী থানা সূত্রে জানা যায়, বরগুনা সদর থানার বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ গ্রামের হাজী সেকান্দার আলীর পুত্র মো. আব্দুল মান্নান দীর্ঘদিন যাবৎ আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের মো. বশির উদ্দিন মিয়ার বাড়ীতে ভাড়া থেকে জাল টাকার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এমন সংবাদে শনিবার রাতে আমতলী থানা পুলিশের এস আই মো. আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করেন।

 

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার বলেন, গ্রেফতারকৃত জাল টাকা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।