আন্তর্জাতিক

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করলো সৌদি

By admin

December 21, 2020

 

রোববার থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। কারণ হিসেবে দেখিয়েছেন, মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন যা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে।

 

সেই সাথে সকল স্থল ও সমুদ্র বন্দর ও বন্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা বলবত থাকবে আগামী এক সপ্তাহ।

 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ‘এক সপ্তাহের জন্য বিশেষ ক্ষেত্র ছাড়া সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করা হলো। বন্ধের সময়সীমা পরবর্তী সপ্তাহেও বাড়ানো হতে পারে।’ একই কার্যক্রম স্থল বন্দরেরে ক্ষেত্রেও হতে পারে।

 

কিন্তু যে সকল আন্তর্জাতিক ফ্লাইট এই মুহূর্তে সৌদি অবস্থান করছে। সে সকল ফ্লাইট নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। ফ্লাইটগুলো সৌদি ছেড়ে যেতে পারবে বলে জানা গেছে।

 

এছাড়া গত সপ্তাহে সৌদিতে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন পৌঁছানোর পর তিন ধাপ বিশিষ্ট করোনাভাইরাস টিকাদান প্রকল্প শুরু হয়েছে।