আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস। সারদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে দিবসটি। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’।
দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন এবং সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী অভিবাসীদের কল্যাণ কামনা সহ শুভেছা জানিয়েছেন।
এছাড়াও বাংলাদেশ সরকার বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ করা সহ তাদের কল্যাণ এবং স্বার্থ সংরক্ষণ করতেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। অভিবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছেন।
এবারের অর্থবছরে বাংলাদেশী প্রবাসীরা যে পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছে তা পূর্ববর্তী বছর থেকেও দশ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
মহামারি করোনা ভাইরাসের কারণে যেসব প্রবাসীরা দেশে ফিরে এসেছে তাদের পরিবারকে সহজশর্তে বিনিয়োগ ঋণ প্রদান করার জন্য ইতোমধ্যে ৭০০ কোটি টাকার তহবিল গঠন করে তা থেকে ঋণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।