অন্যান্য

আনন্দ নিরানন্দ

By admin

March 03, 2022

 

*আনন্দ নিরানন্দ *

 

দুঃখী লোকের কিছুই নেই তবুও থাকে আনন্দে, ধনবানের সবই আছে তবুও থাকে নিরানন্দে ।

 

আরো চাই আরো চাই এই বলে ধনী, কোথায় আছে কোথায় আছে অনেক টাকার খনী।

 

দুঃখী লোকের নাই কিছুই তবু অন্যের করে উপকার, এই নিয়ে দুঃখী লোকের জীবন হয়ে যায় পার।

 

দুঃখী লোকে আনন্দিত খুব সহজেই হয়, ধনী লোকে আনন্দ সহজে না পায় ।

 

দুঃখী লোকের নাই কিছুই খাবার একটু চায়, ধনবানের অনেক আছে তবু করে হায় হায় ।।