আদালতের গেট থেকে ভুয়া আইনজীবী আটক

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

আদালতের গেট থেকে ভুয়া আইনজীবী আটক
নিউজটি শেয়ার করুন

 

আইনজীবী না হয়েও আইন পেশা পরিচালনা করায় সুফিয়া খানম রিমি ওরফে মৌ নামে এক নারীকে আটক করা হয়েছে। রোববার ঢাকার জেলা ও দায়রা জজ আদালত বিল্ডিংয়ের গেট থেকে মোয়াক্কেলের সঙ্গে মামলার তদ্বিরের সময় ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির হাতে ধরা পড়েন তিনি।

 

গত বছর মে মাসে একইভাবে ধরা পড়ার পর মামলা হয়। সেই মামলায় জামিনে মুক্তি পেয়ে ফের একই অপরাধ করেন ওই নারী। মৌকে ধরতে টাউট উচ্ছেদ কমিটির অভিযানের নেতৃত্বে ছিলেন ঢাকা বারের সমাজকল্যাণ সম্পাদক খালেদুর রহমান। পরে ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী আফরোজা সুলতানা ইভা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় দণ্ডবিধির ৪১৯ ধারায় একটি এজাহার দায়ের করেন।

 

এজাহারে বলা হয়, আসামি আইনজীবী না হয়েও দীর্ঘদিন ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

 

একই অপরাধে ২০১৯ সালের ৫ মে তিনি আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির হাতে ধরা পড়েন। সেসময়ও তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ