ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
সিলেটের দক্ষিণ সুরমায় রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া বাসের ধাক্কায় দাদি ও নাতি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার পারাইরচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ সুরমার দাউদপুর গাংপার গ্রামের আহমদ আলীর ছেলে রাহাত ও তার দাদি বিবিজান।
মোগলাবাজার থানার ওসি ছাহাবুল হোসেন জানান, বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন দাদি-নাতি। এ সময় বেপরোয়া একটি বাস ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই শিশু রাহাত নিহত হয়। পরে স্থানীয়রা বিবিজানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করতে না পারলেও বাসটি উদ্ধার করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক