আত্রাই পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫

আত্রাই পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
নিউজটি শেয়ার করুন

 

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আত্রাই পত্রিকা পরিবারের আয়োজনে আত্রাই উপজেলা থেকে প্রকাশিত সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক আত্রাই পত্রিকার প্রকাশনা উৎসব সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯ টায় পালিত হয়েছে। এ উপলক্ষে আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় পত্রিকার সম্পাদক ফরিদুল আলম পিন্টু সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে বলেন, আত্রাই পত্রিকা স্থানীয় সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসকে সংরক্ষণ ও প্রচারের একটি মাধ্যম। এটি আমাদের ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

অনুষ্ঠানে বক্তারা পত্রিকার মাধ্যমে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক আবু হেনা মুস্তফা, তামিম মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, একেএম ওয়াহিদ উদ্দিন,

 

 

খাজা নিজাম উদ্দিন, শেখ আনিছুর রহমান, আফিল উদ্দিন, লেখক জাকির হোসেন, পলি রানি, জয়িতা, ইলিয়াস আহমেদ, সিনথিয়া, আফরিন আলো, সাদিয়া, মোরাদ, কাজী আবু জাফর, কবি মোজাম্মেল হোসেন, সাথি, সাবিনা ও রিজভী প্রমুখ। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ