শিরোনাম

আত্রাইয়ে শিক্ষকের দুই পা কেটে গুরুতর জখম

By admin

September 25, 2023

 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে স্কুল শেষে বাড়ী ফিরার পথে শিক্ষকের দুই হাতের বিভিন্ন অংশ ও পা কেটে গুরুতর জখম করা হয়েছে।

 

 

২৫ সেপ্টেম্বর সোমবার বিকাল আনুমানিক সারে তিনটার পর উপজেলার আত্রাই সিংড়া রোডের মালিপুকুর বাজারের উত্তর পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। আহত আবুল হোসেন (৫২) উপজেলার জগদাস উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক ।

 

 

 

জানা যায়, আবুল হোসেন প্রতিদিনের ন্যায় স্কুল শেষে বিহারীপুর বাড়ীতে ফিরছিলেন। আত্রাই-সিংড়া রোডের মালিপুকুর বাজারের উত্তরপার্শ্বে আসা মাত্র আগে থেকে উঁতপেতে থাকা ১৫/২০ জনের দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দ্বারা দুই পা কর্তৃন এবং হাতের বিভিন্ন যাইগাতে আঘাত করে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন আবুলকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

 

জগদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান জানান, স্কুল ছুটি হলে শিক্ষকেরা যার যার মত বাড়ী চলে গেলে স্কুলেই নামাজ শেষে বাজারে গিয়ে ভ্যান চালকের মুখে আবুল হোসেনের আহত হবার ঘটনা শুনতে পাই।

 

 

আত্রাই হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন, বিকাল আনুমানিক ৪টা দশ মিনিটে গুরুতর জখম অবস্থায় আবুল হোসেনকে ভ্যানেকরে নিয়ে আসেন। তাঁর দুই পায়ের জখম মারাত্বক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।

 

 

আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে। ঘটনার কারন ও দোশিদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।