শিরোনাম

আত্রাইয়ে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

By admin

June 11, 2022

 

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকালে আ’লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে সভা হয়।

 

সভায় সারাদেশের ন্যায় সংগঠনকে গতিশীল করতে ইউনিয়ন কমিটি গঠন করে উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

 

এতে প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, যুগ্ন সম্পাদক আফছার আলী, জেলা যুবলীগ সভাপতি বিমান কুমার রায়, উপজেলা আ’লীগ সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান লিটন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি উত্তম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার পাল, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু উজ্জল, জেলা যুবলীগ নেতৃবৃন্দ ও আট ইউনিয়ন যুবলীগ সভাপতি সম্পাদকসহ আ’লীগ পরিবার।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগ ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম রাফি।