ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫
আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক মাইক্রো ফাইনান্স দাবি এর স্মার্ট স্টুডেন্স ফাইনান্স কর্তৃক ইংরেজি বিষয়ে ফ্রি প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (২৮ জুন )সকালে আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে কমুনিকেটিভ ইংলিশ স্পোকিং কোর্সের উদ্বোধন করেন শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান।
এসময় আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, ব্র্যাকের এরিয়া ম্যানেজার ওয়ালিউর রহমান, প্রশিক্ষক হাবিবুর রহমান, সিডিও কাজলি রানী উপস্থিত ছিলেন।
ব্র্যাকের এরিয়া ম্যানেজার ওয়ালিউর রহমান জানান, শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলায় দক্ষ করে গড়ে তোলা, সঞ্চয়ী মনোভাব তৈরী করা এবং শিক্ষা লোন গ্রহণে সহায়তা করার লক্ষে সারাদেশে এক লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গৃহিত উদ্যোগের অংশ হিসাবে ২৮ জুন উপজেলার আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪০ জন ছাত্র-ছাত্রী নিয়ে প্রশিক্ষন শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১০ টি বিদ্যালয়ে এ প্রশিক্ষন দেওয়া হবে। প্রশিক্ষনে ৩ থেকে ২৩ বছর বয়সের ৪০ জন ছাত্র-ছাত্রী অংশ নিতে পারবেন। প্রতি শনিবার করে ১৬ টি ক্লাশের মাধ্যমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক