রাজনীতি

আত্রাইয়ে বিএনপি নেতা রেজুর জনসংযোগ

By admin

June 26, 2025

 

আল আমিন মিলন,আত্রাই প্রতিনিধি: নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু গতকাল বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৫টায় আত্রাই উপজেলার হাটকালুপাড়া ও কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন।

 

 

কালিকাপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে বিএনপি’র উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে রেজু তার রাজনৈতিক ভিশন তুলে ধরে বলেন, আমরা একটি গণতান্ত্রিক ও সমতাভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি’র নীতিমালা ও স্থানীয় সমস্যা সমাধানে আমাদের পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই প্রচারণা।

 

 

তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় জনগণের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন এবং ভোটারদের সাথে সরাসরি সংযোগ প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচির প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মো. আব্দুল জলিল চকলেট, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।