আত্রাইয়ে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজটি শেয়ার করুন

 

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আয়োজনে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৩টায় উপজেলা দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর মো. আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর)

 

 

আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।

 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়।

 

 

তিনি বলেন, তাদের রক্তে লেখা এই ইতিহাস চিরকাল বাঙালির প্রেরণার উৎস হয়ে থাকবে। আমাদের আজকের দায়িত্ব হলো তাদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার সেক্রেটারি মো. তোজাম্মেল হক, নায়েবে আমীর মো. ওসমান গণিসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ