আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

নিউজটি শেয়ার করুন

 

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি: “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

 

 

 

বুধবার(১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

 

 

 

সভায় দিবসের তাৎপর্য তুলে ধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যন মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউদ্দিন আহম্মেদ, আইসিটি অফিসার সানজির উদ্দিন শিশির, খাদ্য অফিসার মোশারফ হোসেন, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

 

আলোচনা শেষে ১৩ যুবকের মাঝে ৬ লাখ ত্রিশ হাজার টাকার যুব ঋনের চেক ৬০ প্রশিক্ষনার্থীকে সনদ এবং এক জন সফল উদ্যোক্তাকে ক্রেষ্ট দেওয়া হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ