শিরোনাম

আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

By admin

June 23, 2025

 

 

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন ।

 

 

গতকাল সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২০২৫ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১০৫০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ (জনপ্রতি ৫ কেজি ধান ও ১০ কেজি এমওপি সার) এবং ১৩০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ (জনপ্রতি ৫ কেজি ), ডিএপি সার (২০ কেজি) ও এমওপি সার (২০ কেজি) বিতরণ করা হয়।পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

 

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, “কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সরকার নিয়মিত সহায়তা প্রদান করছে। এই বীজ ও সার বিতরণ কর্মসূচি কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

 

 

কৃষি অফিস সূত্রে যানা যায়, গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বালাইনাশক বাবদ বরাদ্দকৃত টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে।

 

 

এছাড়াও শাকসবজির ক্ষেত্রেও বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. গোলাম রাব্বানি, মোছা. শাফলা আক্তার,

 

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবুল কালাম আজাদ , উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামসহ অন্যান্য কৃষি কর্মকর্তাবৃন্দ।