আত্রাইয়ে ইসলামী আন্দোলন পাঁচুপুর ইউনিয়নের কমিটি গঠন

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫

আত্রাইয়ে ইসলামী আন্দোলন পাঁচুপুর ইউনিয়নের কমিটি গঠন
নিউজটি শেয়ার করুন

 

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচুপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

 

 

রোববার (২২ জুন) উপজেলা সদরের দারুল হুদা নূরানী মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

 

 

মুফতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন আত্রাই উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান। তিনি সংগঠনের লক্ষ্য ও ভূমিকা তুলে ধরে সামষ্টিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ইসলামী আন্দোলনের সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, উপজেলা শাখার সহ-সভাপতি ছাইফুল ইসলাম,

 

 

সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সোহরাব আলী মোল্লা, নাহিদ হোসেন বিপ্লব, মুফতি ইসমাঈল হোসেন ও মাওলানা ঈমান আলী প্রমুখ।

 

 

সম্মেলনের শেষে সর্বসম্মতিক্রমে মুফতি আমিনুল ইসলামকে সভাপতি ও মাওলানা আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট পাঁচুপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ