আত্রাইয়ে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২২

আত্রাইয়ে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নিউজটি শেয়ার করুন

 

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি ও দূর্নিতির প্রতিবাদে বিএনপির কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ সমাবেশ করেছে আত্রাই থানা বিএনপি।

 

সকাল ১০ টায় শহরের রেজিষ্ট্রি অফিসরোডে দলীয় কার্যালয়ের সামনে থানা বিএনপির আহবায়ক, মো.আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সমাবেশ।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আত্রাই রাণীনগরের মনোনীত বিএনপির প্রার্থী মো. রেজাউল ইসলাম রেজু। এসময় তিনি বলেন প্রতিটি দ্রব্য মূল্যের দাম লাগামহীন ভাবে বেড়ে চলেছে।কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছেনা।মধ্য বিত্তরা পড়েছে বিপাকে, দেশের মানুষের দুঃখ কষ্ট দেখার কেউ নেই। লুটপাটে ভরে গেছে সকল খাত।

 

সমাবেশে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান, মো.তছলিম উদ্দিন, সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, মো. এমদাদুল হক পিন্টু, থানা যুব দলের আহবায়ক একরামুল বারি রঞ্জু, যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলম, আশরাফুল ইসলাম লিটন, ওবায়দুল হাসান টুটুল, সাগর হোসেন, রায়হান কবির রতন,আব্দুল জলিল,মনোয়ার হোসেন লোটাস, সদস্য রফিকুল ইসলাম,মো.সাহাদৎ হোসেন রকেট, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আজাদ, সহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ