বরগুনা

বরগুনা

আত্মহত্যার প্রবণতা বাড়ছে বরগুনায় , একদিনে ৪ লাশ উদ্ধার

By admin

June 05, 2022

 

দিন দিন বরগুনায় আত্মহত্যার প্রবণতা বেড়েই চলছে। একদিনে ৪ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুজনের বিষপানে মৃত্যু হয় এবং অপর দুজনকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

 

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাছান রোববার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

 

বিষপানে নিহতরা হলেন— সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের আবদুর রহিম হাওলাদারের ছেলে জুনায়েদ হাসান (১৮) ও বেতাগী উপজেলার পৌর শহরের মো. হেমায়েত মিয়ার ছেলে মো. মিরাজ (৩০)।

 

এছাড়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া নিহতেরা হলেন— বেতাগী উপজেলার চান্দখালী এলাকার মিরাজ শিকদারের স্ত্রী সাথী আক্তার লিমা (২৮) ও বরিশালের আগরপুরের মৃত লতিফ শিকদারের ছেলে আইনের শিক্ষার্থী জহিরুল ইসলাম (২৫)।

 

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে প্রত্যেকেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ চারটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্বজনদের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।