জাতীয়

আজ রাষ্ট্রপতি আবদুল হামিদের ৭৮তম জন্মদিন

By admin

January 01, 2021

 

আজ মহামান্য রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের ৭৮তম জন্মদিন। তিনি ১৯৪৪ সালের আজকের এই দিনে বর্তমান কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা মিঠামইনের কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজি মো. তায়েবউদ্দিন এবং মায়ের নাম তমিজা খাতুন।

 

এই রাজনৈতিক ব্যক্তির শিক্ষাজীবন শুরু হয় কামালপুর প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি ভৈরব কেবি স্কুল থেকে অষ্টম শ্রেণি শেষ করে। নিকলী উপজেলার গোড়াচাঁদ হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। তারপর কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস করার পর ঢাকার সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি শেষ করে কিশোরগঞ্জ বারে আইনজীবী পেশায় নিজেকে নিয়োজিত করেন।

 

তিনি ১৯৬৯ সালে ছাত্রলীগে যোগদানের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে পদযাত্রা শুরু করেন। তার কঠোর পরিশ্রম এবং সক্রিয় ভূমিকায় খুব দ্রুত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের একচ্ছত্র নেতায় পরিচিতি পান। তিনি একবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের সান্নিধ্য লাভ করেন।

 

আবদুল হামিদ ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর ব্যক্তিগত পছন্দে মাত্র ২৬ বছর বয়সে তিনি আওয়ামী লীগের মনোনয়নে পাকিস্তান জাতীয় পরিষদে (ময়মনসিংহ-১৮) সদস্য হিসেবে নির্বাচিত হন।

 

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকায় ছিলেন সে সময়ে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার বাংলাদেশ লিবারেশন ফোর্সের (মুজিব বাহিনী) সাব-সেক্টর কমান্ডার পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।

 

১৯৭৩ সালের সাধারণ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে তিনি পুননির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি তার নির্বাচনী এলাকা থেকে ৭বার জনগণের ভোটে বিজয়ী হয়ে জাতীয় সংসদে আসার সুযোগ পান এবং এলাকার মানুষের প্রতিনিধিত্ব করেন।

 

এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবদুল হামিদ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি একই সংসদে স্পিকারের দায়িত্ব পান। জাতীয় সংসদে সকল দলের কাছেই তিনি হয়ে উঠেন খুবই জনপ্রিয়। ২০০১ সালের নির্বাচনের আওয়ামী লীগ যখন বিরোধী দলে চলে যায় তখন তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদে তিনি স্পিকার নির্বাচিত হন।

 

২০১৩ সালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর আবদুল হামিদ ২০তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান। এরপর দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধে অসীম গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্বাধীনতা পদক লাভ করেছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।